জমকালো আয়োজনে আইপিএল উদ্বোধন

6

স্পোর্টস ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তদশ আসরের পর্দা উঠেছে। জমকালো আয়োজনে গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বলিউড তারকা ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে একে একে পারফর্ম করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং সঙ্গীতশিল্পী সোনু নিগম ও এআর রহমানরা। সঙ্গে ছিল লেজার শো ও আতশবাজির দৃষ্টিনন্দন ঝলকানি।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বলিউড অভিনেতা বোমান ইরানির কণ্ঠ দিয়ে। তিনি মঞ্চে আমন্ত্রণ জানান দুই তারকা অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। শূন্য থেকে ঝুলতে ঝুলতে মঞ্চে নামেন অক্ষয়। তার এক হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, তাকে সঙ্গ দেন টাইগার। দু’জনে মিলে নিজেদের ছবির গানের তালে নাচলেন। মাতিয়ে তোলেন দর্শকদের। পরে মোটরবাইকে দুজন মাঠ পরিদর্শন করেন।
পরবর্তীতে মঞ্চে আগমন হয় সোনু নিগম ও এআর রহমানের। সুরের জাদুতে তারা মুগ্ধ করেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামভর্তি দর্শকদের। প্রায় হাউজফুল দর্শকদের সামনে নিজেদের বিখ্যাত বেশ কয়েকটি গান গাইলেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দিলেন মোহিত চৌহান, নীতি মোহনের মতো গায়ক-গায়িকারা। একসঙ্গে কোরাস করে তারা হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায় গান গেয়ে শোনান।
অনুষ্ঠান চলাকালে এআই প্রযুক্তি ব্যবহার করে মাঠে ফুটিয়ে তোলা হল ইন্ডিয়া গেট। দেখা যায় অশোক চক্র এবং ফুটিয়ে তোলা হয় চাঁদের মাটিতে ভারতীয় চন্দ্রযানের অবতরণ। প্রায় আধাঘণ্টা চলে এই উদ্বোধনী অনুষ্ঠান। এরপর একে একে মঞ্চে আগমন হয় আইপিএল ও বিসিসিআই কর্মকর্তারা। এরপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়ের মঞ্চে ওঠার মাধ্যমে এই আনুষ্ঠানিকতার সমাপনী ঘটে। সপ্তদশ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাই দলে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।