জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ সভাপতির মতবিনিময়

8

নিউইয়র্কস্থ সকল মঠ-মন্দির ও সনাতনী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা গত ১ আগস্ট উডসাইডস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। সভায় নিউইয়র্কস্থ শ্রীকৃষ্ণ সংঘ, গীতা সংঘ, ওঁম শক্তি মন্দির, মহামায়া মন্দির, ব্রুকলিন মন্দির, হরি মন্দির, ব্রোনেক্স মন্দিরসহ বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শ্লোগান সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থানে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিয়েছেন। তাই এই সময়ে জনসমাবেশ সংক্রমণ ছড়াতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ধর্মানুষ্ঠান পালন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন রূপ কুমার ভৌমিক, রবীন্দ্র দাশ, গৌরাঙ্গ রায়, সাধন চন্দ্র কর, গোবিন্দ পারিয়া, সময় রায়, সুভাষ সিনহা, আশীষ বণিক, তপন সাহা, রতেœশ্বর সাহা, প্রকাশ দত্ত, অমিত চন্দ, দিনেশ মজুমদার, রনজিত রায়, মমতা রানী, মতিলাল নাথ, রতন তালুকদার, প্রবীর কুমার রায়, সুশীল কুমার সাহা, উৎপল পাল, সুকুমার দাশ, কুমার বাবুল সাহা, রামদাশ গারামি, শম্পা দাশ, নিপু রায়, সীতাংশু ঘোষ, দ্বিজেন রায় প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি