‘জন্মভূমি স্বপ্নের সন্দ্বীপ’ ও ‘হৃদয়জুড়ে সন্দ্বীপ’ গ্রন্থের প্রকাশনা উৎসব

45

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বই পড়া মানুষের মনন বিকাশে ভূমিকা রাখে। যতই বই পড়বে, ততই জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। যে উৎসবে আয়োজনে বা উপহার হিসেবে বই উপহার একটি শ্রেষ্ঠ উপহার। বর্তমানে শিশু কিশোর ও যুব সমাজ বই পড়ার অভ্যাস ছেড়ে দিয়ে মাদকা শক্তির মত ফেসবুকে আসক্ত হয়ে দিন দিন তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে সামাজিক অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। তাদেরকে রক্ষা করতে প্রবীন বয়সে লেখক ও কবি মাস্টার কে এম আজিজ উল্ল্যা সাহসী উদ্যোগ নিয়ে দুইটি প্রকাশনা সত্যি প্রশংসার দাবি। অনুষ্ঠানের প্রধান আলোচক লেখক ও গবেষক রাজনীতিবিদ ড. মামুস চৌধুরী বলেন, কবিতা সবাই লেখে কিন্তু সবাই কবি নয়, কেউ কেউ কবি হয়ে আজীবন লেখার জগতে তাদের মর্যাদার স্থার অর্জন করে রাখে। বৃদ্ধ বয়সে কে এম আজিজ উল্ল্যা তাঁর ‘জন্মভূমি স্বপ্নের স›দ্বীপ’ ও ‘হৃদয় জুড়ে স›দ্বীপ’ বই প্রকাশনার মাধ্যমে জন্মভূমির প্রতি যে ভালবাসা ফুটিয়ে তুলেছে তা অসাধারণ।
গত ২৮ ফেব্রূয়ারি নগরীর স্টুডিও সুপ্রভাত হলে বিকাল ৫টায় সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন আশরাফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাজির হাট কলেজের অধ্যাপক মোঃ মোস্তফা, অধ্যাপক আব্দুর রহিম, প্রফেসর ফছিউল আলম, এড. আকবর মোহাম্মদ বাবর, লেখক এম রানা স›দ্বীপ তন্ময়, সাংবাদিক সুমন চক্রবর্ত্তী, কবি বাদল রায় স্বাধীন, বাংলা সাহিত্য চর্চা ও বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক এম এ হাশেম আকাশ, কবি ও লেখক মান্নান নাবিল, মানবাধিকার কর্মী পাশা সুজন, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা আবিদুর রহমান মান্না, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক আহমেদ, রোটারিয়ান কোহিনুর আক্তার, লায়ন মোঃ বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোবারক হোসেন ভূইয়া। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন লেখক কে এম আজিজ উল্ল্যা। অনুষ্ঠানের শুরুতে লেখকে উত্তোলীয় পরিয়ে দেন অধ্যাপক মাসুম চৌধুরী। বিজ্ঞপ্তি