জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে

34

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্তাপনায় এনজিওদের সমন্বয়ে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রæত বাস্তবায়ন’। সার্কিট হাউজ প্রাঙ্গণে সকাল ৯ টায় জমায়েত ও জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীর নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোহাম্মাদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। বিশেষ অতিথি ছিলেন ডা. আবদুস সালাম, উপপরিচালক (স্বাস’্য), চট্টগ্রাম, ডা. তৈয়ব আলী, ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. উ খ্যে উইন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম। ডা. ছেহেলী নার্গিসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সকলকে যার যার অবস’ান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন প্রতি হাজারে মাতৃমৃত্যুহার ৭০ কিংবা তারও নিচে নামাতে হবে। তিনি প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. তৈয়ব আলী বলেন, আমাদের পরিবার পরিকল্পনা সেবা, মাতৃমৃত্যু রোধ ও লিঙ্গ সমতার ক্ষেত্রে আরো ব্যাপক কাজ করতে হবে। উপপরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম জেলা ডা. আবদুস সালাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে, মাতৃমৃত্যু কমানোর জন্য প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধি করতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এম.এম এরশাদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, মো. ফয়েজ কাওসার, শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ১০ ক্যাটাগরিতে দশ জন করে মোট বিশ জন কর্মী-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি