জনমত উপেক্ষা করে সিআরবিতে স্থাপনা হতে পারে না

34

চট্টগ্রামে আরও সরকারি হাসপাতাল দরকার। প্রকৃতি ধ্বংস করে কোনো হাসপাতাল কিংবা স্থাপনা হতে পারে না। সিআরবিতেও হতে পারে না। তাই, বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার অপপ্রয়াস অচিরেই বন্ধ হওয়া উচিত।
চট্টগ্রামের খেলার মাঠ, সবুজে ঘেরা বন সব নিঃশেষ হয়ে যাচ্ছে। সিআরবিতে রয়েছে সাত রাস্তার মোড়, আরেক পাশে রয়েছে রেলওয়ে হাসপাতাল, আর রয়েছে হাতির বাংলো অপূর্ব স্থাপত্য নিদর্শন। রয়েছে শিরীষ তলা, যেখানে প্রতিবছর বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে ব্রিটিশ বিরোধি আন্দোলনের অগ্নিপুরুষ সূর্যসেন এবং অগ্নিকন্যা প্রীতিলতারও কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। এমন একটি স্থানে রেলওয়ে কর্তৃপক্ষ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানে তৈরি হবে হাসপাতাল?
চট্টগ্রাম প্রাচ্যের রানী; এর প্রকৃতিক সৌন্দর্য কোনভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণ কোনভাবেই কাম্য নয়।
লেখক: সাংবাদিক