জনগণের সেবা করতে পেরে আমি ধন্য : এমপি দিদারুল

21

সীতাকুন্ডে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন করে নিজ অর্থায়নে ঘর দিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। গত শনিবার স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে দুই পরিবারকে ঘরের চাবি হাতে দেন এমপি দিদার। এ সময় তিনি বলেন, গত বছর ডিসেম্বর মাসে বাড়বকুন্ড এলাকায় দূবৃত্তদের দেওয়া আগুনে রঞ্জিত শীল ও স্বপ্না রানী দাশের বসতঘর সম্পর্ন পুড়ে ছাই হয়ে যায়। এরপর স্থানীয় প্রতিনিধি বিষয়টি আমাকে অবগত করলে আমি সরেজমিনে গিয়ে প্রতিশ্রূতি প্রদান করি সম্পর্ন ঘর আমি নিজ খরচে করে দিবো। কিন্তু দেশের করোনা মহামারির কারণে ঘর নির্মাণে একটু বিলম্ব ঘটে। আজ আমি দুই পরিবারকে ঘরের চাবি বুঝে দিয়েছি। আমি জনগনের প্রতিনিধি, জনগনের সেবা করতে পেরে আমি ধন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগনের সেবক হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। জনগনের সেবার মাঝে আমি বেঁচে থাকতে চাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়, বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, ইউপি সদস্য মহিউদ্দিন মিয়াজি, জামাল উল্লাহ, ইয়াসিন আরাফাত মুন্না, আরঙ্গজেব, মো. নিজাম উদ্দিন, নুরুল হক, জসিম উদ্দিন, আবদুল মজিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার প্রমুখ। ঘর পেয়ে স্বপ্না রাণী দাশ বলেন, এমপি আমার মত অসহায়কে ঘর দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করেছে, দূবৃত্তরা আমার ঘর পুড়ে দেওয়ায় আমি অনেক কষ্ট করে দিনযাপন করেছিলাম। আমি আমার বাচ্চাদের নিয়ে এই বর্ষায় ভালভাবে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকি আমি এই আশ্রয়ের কথা ভুলবো না।