জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে

14

হাটহাজারী ও লংগদু প্রতিনিধি

হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। গত ২৩ মে “ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীদুল আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। এ সময় ইউএনও মো. শাহিদুল আলম বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। জনগণ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে সরাসরি বিষয়টা আমাকে অবহিত করবেন। অনুষ্ঠানে হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনের পর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। প্রসঙ্গত, ভূমি অফিসের সেবার মধ্যে আছে শতভাগ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় ও রেজিস্ট্রেশন, গণশুনানীর আয়োজন, খাস জমি উদ্ধার, ভিপি সম্পত্তির লিজ ফি আদায়, মিস কেস দ্রুত নিষ্পত্তিকরণ। এছাড়া বিগত ৯ মাসে ১৭২টি মিস কেস এবং ১২৭টি করণিক ভুলের আবেদন নিষ্পন্ন করা হয়েছে। পাশাপাশি সরকার নিধার্রিত সময়সীমার মধ্যে ই-নামজারি সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।
লংগদুতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি লংগদু উপজেলা পরিষদের প্রান্ত থেকে র‌্যালি বের কর হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে এসে ইউএনও কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।