জনগণের কল্যাণে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে

13

মহানগর বিএনপি :
চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশ আজ দুঃশাসন কবলিত।
মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। খুন, খারাবী, নারী, শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনকালে এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুুল হাশেম বক্কর বলেন, দুঃশাসন চালু রেখেই বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপি :
১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর ষোলশহরস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও আমাদের নেতা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সুফিয়ান ভাই, মোস্তাক ভাই সহ আমাদের শতাদিক নেতাকর্মী পুলিশের দায়েরকৃত মামলায় জামিন নিতে হাইকোর্টে অবস্থান করছে। বিএনপি নেতাকর্মি মামলা হামলাকে ভয় পায় না। দীর্ঘ দেড়যুগেরও বেশী হায়েনার নানা অপকর্মের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রাম বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছে। দেশের মানুষ হাসিনা সরকারের বিদায় দেখতে চায়। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দলের সকল কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে খুব শীঘ্রই গণবিস্ফোরণে আওয়ামী সরকারের পতন ঘটবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির আহব্বায়ক ইসহাক চৌধুরী, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আবদুল গফফার চৌধুরী প্রমুখ।

শ্রমিকদল চট্টগ্রাম বিভাগ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী শেখ নুরুল্লা বাহার, শ.ম. জামাল উদ্দিন, তাহের আহমেদ, মোহাম্মদ ইদ্রিছ মিয়া, শাহ নেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, গাজী আইয়ুব আলী, সফিকুর রহমান মজুমদার, আবু বকর সিদ্দিকী, ফরিদ উদ্দিন, মোহাম্মদ নুর নবী, আশিকুর রহমান বিপ্লব, রবিউল ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

সাংস্কৃতিক দল :
গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালত হয়।
তারমধ্যে ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যোনে শহীদ জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পন সকাল ১০টায় পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি সাবেক ভিপি সাইফুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক বিএনপি পুর্নগঠন কমিটির অন্যতম সদস্য সৈয়দ আজম উদ্দিন, সংগঠনের সহ সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, সহ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, মো. আনিছ রহমান, মো. তৌহিদুল ইসলাম,