জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বিদায় করতে হবে : ডা. শাহাদাত

68

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান বিনাভোটের সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে বিপর্যপ্ত হয়ে পড়েছে আজ বাংলাদেশ। শেয়ারবাজার, ব্যাংক, কয়লা, পাথর, পর্দা, বালিশ, টিন সবকিছুতেই দুর্নীতি গিজগিজ করছে। হঠাৎ অভিযানে শত কোটি টাকা, ক্যাসিনো, মদ ও জুয়ার আসরের খবরে আওয়ামী লীগের থলের বিড়াল বেরিয়ে গেছে। চারদিকে ডুবে গেছে লুটপাট, খুন, ধর্ষণ, মদ, জুয়া, ক্যাসিনো, চাঁদাবাজি আর অনাচারে। ক্ষমতাসীন সন্ত্রাসী, টেন্ডারবাজদের হরিলুটে গোটা দেশটা ফোঁকলা হয়ে গেছে। অথচ লোক দেখানো অভিযানে অধরাই থেকে যাচ্ছে মাদক ও দুর্নীতিবাজদের গডফাদাররা। আওয়ামীলীগ সরকার স্বৈরচার এরশাদ-মঈনউদ্দীন-ফখরুদ্দীনের দু:শাসনকেও হার মানিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সামনে নূর আহমদ সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে তিনি বলেন, দুর্নীতিবাজ, জুয়াড়ি, চাঁদাবাজ, লুটপাটকারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। তাই আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বিদায় করতে হবে। বিজয় আমাদের হবেই। বেগম খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। খালেদা জিয়া ও গণতন্ত্র একই সূতায় গাথা। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শ. ম. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামশুল আলম (ডক), সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমদ, উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি কামাল পাশা, নগর মহিলা শ্রমিক দলের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিনু, বিভাগীয় শ্রমিকদলের প্রচার সম্পাদক শফিকুর রহমান মজুমদার, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, মো. মুজিবুল হক, নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদকআসাদুর রহমান টিপু, মো. জসিম মিয়া, মো. হারুন, আবু বক্কর সিদ্দিকী, আবদুল মান্নান, মো. ফরিদ, মো. রফিকুল ইসলাম, নুরুন্নবী, মো. ইসমাইল খান, বাহার উদ্দিন, মো. হোসেন, আনোয়ার হোসেন, আবদুল আজিজ, মিজানুর রহমান, শেখ ফরিদ, হাসিবুল হাসান, দেলোয়ার হোসেন, এসএম জাকারিয়া, মো. জিলানী, রুহুল আমিন, আবদুস সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি