জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‌্যালি ও পথসভা

10

 

দেশের চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং উদীয়মান পাকিস্তানীমনা দালালদের প্রতিহত করতে জনসচেতনতামূলক র‌্যালি ও পথসভার আয়োজন করে সচেতন নাগরিক সমাজ বাংলাদেশ। ২৬ নভেম্বর বিকাল ৩টায় চট্টগ্রামের প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শাহাদাৎ হোসেন। মোহাম্মদ মীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার যুগ্ম আহবায়ক মাওলানা সিরাজুল ইসলাম, রাজীব ধর, সদস্য সচিব আব্দুল মঞ্জুর, সদস্য সুমন বিশ্বাস, মাওলানা জুবাইদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক জঙ্গীবাদের মদদ পুষ্ট সন্ত্রাস বাংলাদেশে দিন দিন যেভাবে বেড়ে চলেছে তা অত্যন্ত উদ্বেগজনক। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান এই জঙ্গিবাদের লালন ও পালন কর্তা। ৯/১১ এ আমেরিকায় টুইন টাওয়ার হামলা, ব্রিটেনে ক্রীড়া অনুষ্ঠানে বোমা হামলা, ভারতে সংসদ ভবনে হামলা, ২৬/১১ মুম্বাইয়ে সিরিজ হামলা, পুলওয়ামা হামলা সহ পৃথিবীতে প্রায় প্রত্যেকটি হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা প্রমাণিত।