জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সমৃদ্ধ দেশ গড়ুন

36

শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে সম্পৃক্তরা নিজের সাথে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। ফলে আমাদের ভবিষ্যত তরুণ প্রজন্ম ধ্বংস হবে, দেশের উন্নয়নের কিছুই থাকবে না। গতকাল বিকাল ৪.৩০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস রহমান হলে ‘নাগরিক’ এর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তারুণ্যের অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও স্মারক প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বঙ্গবন্ধু প্রফেসর ও বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক শামসুজ্জামান খান এ কথাগুলো বলেন। সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ‘নাগরিক’ এর প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সোসিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রভাষক সাদিকা সুলতানা চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ:সম্পাদক কাঞ্চন মহাজন, দেশ টিভির ব্যুরো চীফ আলমগীর সবুজ, মোহনা টিভি চট্টগ্রাম ব্যুরোর ডিভিশনাল ডেপুটি চীফ আলী আহমেদ শাহিন, সি প্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠক ও রাজনীতিবিদ দুলাল সরকার। আরও বক্তব্য রাখেন ডা. দুলাল কান্তি চৌধুরী, প্রকৌ: গোলাম ছরওয়ার চৌধুরী, মো: মাহবুবুল আলম, রিমন মুহুরী, মুরশেদুল আলম, ডা. পিনাক পানি চৌধুরী, অরুণ কুমার চক্রবর্ত্তী, অধ্যাপক উত্তম কুমার সরকার, ডা. এস কে দেব সজল, ডা. হারাধন দাশ, ডা. সাগর চন্দ্র দে, সেতু বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, সন্তান মাদকাসক্ত বা জঙ্গিবাদে জড়িয়েছে কি না তা প্রথমত বাবা-মার দেখার দরকার, এরপর নজরদারিতে রাখার দরকার শিক্ষা প্রতিষ্ঠানের। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে মাদক ও সন্ত্রাস দমন করা যাবে না। সবাইকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘নাগরিক’ এর এই আয়োজন ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিভিন্ন পেশা ও সংগঠনের ৬০জন তরুণ-তরুণী ও সাতটি সংগঠনকে স্মারক প্রদান করা হবে। বিজ্ঞপ্তি