জঙ্গল সলিমপুরে পানি বিদ্যুৎ গ্যাস বিচ্ছিন্ন, প্রতিবাদে বিক্ষোভ

43

পূর্বদেশ অনলাইন
জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসনের অভিযানে পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বায়জিদ লিংক রোডে বিক্ষোভ করে আন্দোলন করেছে অবৈধ বাসবাসকারীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরের বায়েজিদ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। যার কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান বলেন, তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে এসেছিল। জঙ্গল সলিমপুরের এই বাসিন্দারা সবাই তৃণমূল পর্যায়ের। দেশের বিভিন্ন স্থান থেকে তারা এই স্থানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বিক্ষোভকারীদের দাবি, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদেরকে সরে যাওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। তাদের দাবি, আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের। নতুবা এই স্থান থেকে তাদের সরানো যাবে না। এই দাবি নিয়ে দুপুর থেকেই ঢাকা-চট্টগ্রামের মূল মহাসড়ক অবরোধ করেছেন তারা।এদিকে, এলাকাবাসীর এই বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকার সাথে চট্টগ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন আছে।