জগদানন্দপুরীর আবির্ভাব দিবসের আলোচনা সভা

7

 

শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজের ১৭২ তম শুভ আবির্ভাব দিবস ৩১ ডিসেম্বর আকুবদন্ডী (কধুরখীল) স্বামীজির সমাধিপীঠ প্রাঙনে অনুষ্ঠিত হয়। দীপক কুমার চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সত্যপ্রিয় শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অদুল-অনিতা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভারতের দত্তপুকুর বারাসাত শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন অধ্যক্ষ স্বামী অনঘান্দপুরী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে, প্রকাশ দেওয়ানজী, প্রবীর কুমার চৌধুরী, স্বাগত বক্তব্য দেন পার্থ সারথী চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন রঘুনাথ মজুমদার, যীশু নাথ ও সংবাদকর্মী বিকাশ নাথ। দুইদিনব্যাপী বিভিন্ন মাঙলিক কর্মসূচীর মধ্যে ছিল, ঊষা আরতি, ধ্বজা উত্তোলন, তারকব্রহ্ম মহানামযঞ্জ, ব্রহ্মহোম সহযোগে সপ্তশতী শ্রী শ্রী গীতাযঞ্জ, জগদানন্দ মিশন গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের সমবেত গীতাপাঠ, গুরুপূজা, ভোগরাগ, সাংস্কৃতিক পরিবেশনা ও অন্নপ্রসাদ আস্বাদন। বিজ্ঞপ্তি