ছোলা চিনি তেলের চাহিদা বেশি টিসিবির ট্রাকে

39

পরিমাণে কম হলেও পাঁচটি খাদ্যপণ্যের দামে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক সেল। রমজান উপলক্ষে বাজারমূল্যের চেয়ে কমে অস্ট্রেলিয়ার ছোলা, চিনি, ডাল, তেল ও খেজুর ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠানটি। এবার প্রতি লিটার ভোজ্যতেল (সয়াবিন) ৮৫ টাকা, চিনি ৪৭ টাকা, মশুর ডাল ৪৪ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুর ১৩৫ টাকা বিক্রি হচ্ছে টিসিবির ট্রাকে।
নগরের জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব, বিসিক, কাস্টম মোড়, ষোলশহর সিডিএ অ্যাভেনিউ (পূর্বকোণ), অলংকার, একে খান, কর্নেল হাট, চট্টগ্রাম রেল স্টেশন, জিপিও, আগ্রাবাদ সরকারি কার্যভবন (সিজিও), উত্তর হালিশহর, মুরাদপুর, বহদ্দারহাট, রাজাখালী, অক্সিজেন মোড়, ইপিজেডসহ বিভিন্ন স্থানে রমজানের পণ্যবাহী টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক দেখা গেছে।
টিসিবির ট্রাকে ছোলা, চিনি, তেলের চাহিদা বেশি। ছবি: উজ্জ্বল ধরপ্রেস ক্লাবের সামনে ট্রাক থেকে চিনি ও ছোলা কিনছিলেন হেমসেন লেনের বাসিন্দা মো. মঈনুদ্দিন। তিনি বাংলানিউজকে বলেন, মুদির দোকানে এক কেজি চিনি কম করে হলেও ৫২-৫৩ টাকা। প্যাকেট হলে আরও বেশি। এখানে মাত্র ৪৭ টাকা কেজি। ভালো মানের ছোলা টিসিবি বিক্রি করছে ৬০ টাকা। দোকানে ৭৫-৮০ টাকা। কম দামে ছোলা-চিনি কিনতে পেরে সবাই খুশি। খবর বাংলানিউজের
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, নগরে আজ (সোমবার) ১২টি ভ্রাম্যমাণ ট্রাক রমজানের আবশ্যকীয় খাদ্যপণ্য বিক্রি করছে। প্রতি ট্রাকে ৪১৬ লিটার ভোজ্যতেল, ৩৫০ কেজি ছোলা, ৫০০ কেজি চিনি, ২৫০ কেজি মশুর ডাল, ৬০-১০০ কেজি খেজুর দেওয়া হয়েছে। এ ছাড়া আঞ্চলিক কার্যালয়ের অধীন ৩ শতাধিক ডিলারও কমিশনের ভিত্তিতে এসব পণ্যসামগ্রী বিক্রি করছে। পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা যেমন সন্তুষ্ট তেমনি বাজারও নিয়ন্ত্রণে রয়েছে।