ছোবহানিয়া আলিয়া মাদ্রাসায় গুণীজন সংবর্ধনা

62

নগরীর আছদগঞ্জস্থ ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ মতিউল ইসলামকে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় গুণী হিসেবে সংবর্ধনা দেয়া হয়। মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ পরিচালনা কমিটি কর্তৃক ২০ জানুয়ারি আয়োজিত গুণী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির চেয়ারম্যান সমাজসেবী মিঞা মোহাম্মদ আবদুর রহিম। বক্তারা অধ্যাপক ড. মাওলানা মতিউল ইসলামের নির্লোভ নির্মোহ জীবনাচার এবং তাঁর বিনয় ও প্রজ্ঞার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের সৎ ও বিনয়ী মানুষেরাই আমাদের বাতিঘর হিসেবে সতত পথ দেখিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শায়খুল হাদিস আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। মুহাম্মদ জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, পীরজাদা আল্লামা মাজহারুল ইসলাম নেজামী, মাওলানা আনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মাওলানা মুহাম্মদ নূরুল আবছার। সংবর্ধনার জবাবে ড. মাওলানা মতিউল ইসলাম বলেন, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হলে সনিষ্ঠভাবে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে হবে। সত্যিকারের জ্ঞান চর্চাই মানুষকে পূর্ণতা ও শ্রেষ্ঠত্বের কাতারে নিয়ে যায়। বিজ্ঞপ্তি