ছোটকাগজ ‘লিরিক’ মোড়ক উন্মোচন

18

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ ‘লিরিক’-র পঞ্চদশ ও উত্তর আধুনিক কবিতা সংখ্যা-৫ এর মোড়ক উন্মোচন গতকাল গোলপাহাড়স্থ এডিটর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর ও ছোট্ট পরিসরে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান লিরিক বিষয়ক কথামালা, কবিতা পাঠ, আবৃত্তি এবং সঙ্গীতায়োজনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পী করবী দাশের সূচনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য ও কবিতা পাঠে অংশ নেন- কবি স্বপন দত্ত, হাফিজ রশিদ খান, শাহিদ হাসান, পুলক পাল, ভাগ্যধন বড়ুয়া, মনিরুল মনির, জিন্নাহ চৌধুরী, সন্তনু বড়ুয়া এফসিএ, প্রকৌশলী প্রকাশ ঘোষ, স্বপন মজুমদার, আরণ্যক টিটু, আজিজ কাজল, রুহুল কাদের, শেখর দেব, শাহরিয়ার পারভেজ ও দীপঙ্কর দাশ। একই অনুষ্ঠানে লিরিক সম্পাদক ও কবি এজাজ ইউসুফীর ৬১-তে পদার্পণ উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন জন। এ সময় কবির কবিতা থেকে আবৃত্তি করেন সায়েম চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিল্পী করবী দাশের কণ্ঠে পঞ্চকবির গান শ্রোতাদের বিমোহিত করে রাখে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ও লোকসঙ্গীত গবেষক শিল্পী ড. হানিফ বাউল ও লালন গবেষক স্বপন মজুমদার দীর্ঘক্ষণ বাঙলার প্রাণের বাউল গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের আবেগপ্রবণ করে তোলেন। সবশেষে, হঠাৎ করে এরকম আয়োজনের জন্য লিরিক সম্পাদক ও কবি এজাজ ইউসুফী সকলকে ধন্যবাদ জানান।বিজ্ঞপ্তি