ছুটিতে তামিম-মুশফিকরা

21

তামিম-মুশফিকদের দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল না খেলায় তামিম একাদশে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহদের ছুটি শুরু হয়েছে গতকাল থেকে। তবে বিসিবি ছুটি দিলেও ক্রিকেটাররা চাইলে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন। এ সময় হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প চলার ফাঁকে তামিম-মুশফিকরা মিরপুরে অনুশীলন করতে পারবেন। দুই সপ্তাহের ছুটি শেষে আবারও শুরু হবে অনুশীলন। আগামী ১৫ নভেম্বর ৫ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। এজন্য করোনা পরীক্ষায় হতে হবে নেগেটিভ।