ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসার সালানা জলসা

7

হাটহাজারী প্রতিনিধি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন, মহৎ কাজই মানুষকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে, কীর্তিমান এবং চিরস্মরণীয় করে। অধিক বয়স কখনও মানুষকে চিরস্মরণীয় করার মাপকাঠি নয়। মানুষ পৃথিবী থেকে দৈহিকভাবে মৃত্যুবরণ করলেও পেছনে থেকে যায় তার মহৎ কর্ম। সম্প্রতি হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসার সালানা জলসা ও প্রতষ্ঠাতা আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী’র ৩য় বার্ষিক ওরছ শরীফ উপলক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের উদ্যোগে ও আন্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুুষ্ঠিত সমাপনী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদউদ্দীন আলকাদেরী। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. মোহাম্মদ আবদুর রজ্জাক। মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আযমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিউর রহমান আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, মোফাচ্ছেরে কোরআন আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, বীর মুক্তিযোদ্ধা হযরতুলহাজ আল্লামা ড. সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা, আল্লামা মুফতি অলি উল্লাহ আশেকী, মুহাদ্দিছ আল্লামা ইদ্রিস আনছারী, মাওলানা শফিউল আলম আজিজি, আল্লামা ফরমান আলি রেজভী ভারত, মুফতি সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী, আল্লামা মুফতি গোলাম রব্বানি কাশেমী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন ও মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ ।