ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের ত্রাণসংগ্রহ কর্মসূচি

10

 

গত ১৯ জুন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জসহ হাওরে বানভাসী মানুষের সহযোগিতার জন্য নগরীর নিউমার্কেট মোড়, আইস ফ্যাক্টরি রোড, এনায়েত বাজার, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হোসেন কল্লোল, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী, সদস্য সৌরভ এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য তুষার কবির,ফাহিম ও লীনা আক্তার জেরিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ত্রাণ কার্যক্রমের প্রারম্ভিক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ দিনে টানা ভারী বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ দেশের হাওর অঞ্চলে ভয়াবহতম বন্যায় আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। পানিবন্দী হয়ে আছে অসংখ্য দূর্দশাগ্রস্থ পরিবার। ফসলের মাঠ ডুবে গেছে, বাড়ীঘর,গবাদি পশু তলিয়ে গেছে বন্যার স্রোতে। এই বন্যা যতটা না প্রাকৃতিক কারণে সৃষ্ট, তার থেকেও বেশি দায়ী রাষ্ট্রের অপরিকল্পিত পরিবেশ বিধ্বংসী স্থাপনা, নির্মাণের নীতি ও নতজানু পররাষ্ট্র নীতি। হাওর এলাকায় বাঁধ নির্মাণের নানা অনিয়ম, দূর্নীতি, সরকারি অবহেলা আজ এই পরিস্থিতি তৈরি করেছে। এখনো প্রায় ২০ লক্ষ মানুষ পানিবন্দী। সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণার এবং দেশের সকল মানুষকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি