ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা সংসদের মানববন্ধন

42

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত এবং শতাধিক শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে বিটাক বাজার মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা সংসদ। গত ১৯ এপ্রিল সোমবার বিকালে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, পাহাড়তলী থানার সভাপতি ড্যানি বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক খালিদ মিরাজ, পাহাড়তলী থানার সহকারী সাধারণ সম্পাদক বর্ষা দেবী, কোষাধ্যক্ষ অবিনাশ রায় প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন পাহাড়তলী থানা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নিশান রায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হালিশহর থানা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক তানভীর ইলাহী। ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, গত শনিবার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ ১২দফা দাবিতে বিক্ষোভ করে। ফলে মালিকপক্ষ কয়েকজন শ্রমিক প্রতিনিধির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে মালিকপক্ষ শ্রমিকদের আলোচনাকে গুরুত্ব না দিয়ে বরং তাদের আটকিয়ে রাখে। এর ফলে শ্রমিকরা আরো উত্তেজিৎ হয়ে পড়ে। এক পর্যায়ে মালিকপক্ষ পুলিশ ডেকে নিয়ে আসে এবং পুলিশের সাথে শ্রমিকের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে অন্তত পাঁচ শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ এবং দ্রুত তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তহমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের চিকিৎসার সব ভার বহন করার জোর দাবি জানাচ্ছি।