ছাত্রলীগের হাত ধরে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন হবে

31

পূর্বদেশ ডেস্ক

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহত্তর চট্টগ্রাম সহ সারাদেশ ব্যাপি ব্যাপক উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে ছাত্রলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন সহ ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

বান্দরবান
নানা আয়োজনে বান্দরবানে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় রাজার মাঠ থেকে শোভাযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেষ হয়। ব্যানার ও প্লে-কার্ড নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। পরে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দীর্ঘ পথ চলায় এই সংগঠনের রয়েছে অনেক সুনাম। ৭১ সালে স্বাধীনতার মুক্তিযুদ্ধ, ১৯৮৩ সালের শিক্ষা আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে ছাত্রলীগ। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম করে জয় নিশ্চিত করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীর ত্যাগের মাধ্যমে যেমন দেশ স্বাধীন হয়েছিল তেমনি তাদের হাত ধরে বাস্তবায়ন হবে রুপকল্প ২০৪১। আরো উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগ
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হাটহাজারী উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা।
বুধবার বিকেলে পৌরসদরের ডাকবালো চত্বরে সংগঠনের উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও যুবনেতা জহির উদ্দিন চৌধুরী টিপু।
মেখল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ ফরহাদুল হক, আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হায়াত মানিক, জেলা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সাজিদ, সহ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, বিএম নুর উদ্দিন, আদিব ইসলাম মুন্না, ইরফান হোসেন সিরাজ, নাহিদ খান সুমন, খোরশেদুল আলম, সদস্য রাওয়াদ আরনাফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক এহাছানুল হায়দার রাকিব, কৃষকলীগ নেতা আনিসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রানা, ইয়াসির আরাফাত, সাকলায়েন মুস্তাক, আকিব সানি, মিফতাহুল হাসান, আবু তৈয়ব নিপুন, জাহেফ নয়ন, শোয়েব খান, খোরশেদুল আলম, চৌধুরী সাহেদ, গিয়াস উদ্দিন সেজান, ফারহান পাপ্পু, সাখাওয়াত হোসেন, সাইমন, আরিয়ান খান,বাহার খান, আবুল কালাম, নুরুল আজিম, সাব্বির রহমান, ইব্রাহিম বাবু, সাকিব সুলতান, আরফাত সজিব, মো. সাকিব, আব্দুল মোমেন শান্ত ও বাবু চৌধুরী প্রমুখ।

রাউজান উপজেলা ছাত্রলীগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান গতকাল রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে টেলি কনফারেন্সেমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুবলীগের সহ-সভাপতি সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসে।
সংগঠনের সহ-সভাপতি মনির তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বেলাল হোসেন সিফাতের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রনেতা মো. আলমগীর, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন ইমু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনুপ চক্রবর্তী, মো. আসিফ, মোরশেদুল আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ ফয়সাল মাহমুদ, ছাত্রনেতা কুতুব সিকদার, তানভীর হাসান চৌধুরী, মো. তারেক চৌধুরী, নাছির উদ্দিন, জিয়া উদ্দিন, শরীফুল হক মুন্না, ইমরান হোসেন জীবন, জুয়েল চৌধুরী, মিজানুর রহমান, ফারহাদ, মোতালেব, কাজী মাসুদ রানা, ইকবাল হোসেন, শফিউল হোসেন সম্রাট, রফিকুল ইসলাম তুষার, রায়হান, সাগর মহাজন প্রমুখ।

পটিয়া উপজেলা ছাত্রলীগ: পটিয়ায় নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে পটিয়া উপজেলা ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল
নোমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কোরবান আলী, দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদ আলম অভি, রবিউল হাসান ইবলু, যুগ্ন সাধারন সম্পাদক আবু তৈয়ব মোঃ সোহেল। এছাড়াও পটিয়া উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণ অংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ প্রতিষ্ঠা করে ছাত্রলীগ। আগামীতেও ছাত্রলীগ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।

কাপ্তাই
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গত বুধবার(৪ জানুয়ারী) রাত ৮ টায় কেক কেটে সংগঠনের জন্মদিন পালন করা হয়। কেপিএম ব্রিকফিল্ড মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক কচি, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মোঃ মামুন, উপজেলা যুবলীগ সাঃ সম্পাদক মোঃ তানভীর আহমেদ সিদ্দিকী (সাধারণ সম্পাদক),সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম,সদস্য শাহরিয়ার হোসেন পুলক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, সাবেক সহ- সভাপতি মোঃ পারভেজ খান, যুগ্ম সম্পাদক মোঃ মহিন উদ্দিন নোমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, কর্ণফুলী কলেজ শাখা ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান মামুন, প্রচার সম্পাদক মোঃ শেখ জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, সাঃ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ফাহিম প্রমুখ উপসিস্থত ছিলেন।

দীঘিনালা ছাত্রলীগ
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন দীঘিনালা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দুই পক্ষ পৃথক পৃথক ভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
বুধবার (৪ জানুয়ারি) বর্ণাঢ্য আনন্দ উৎসবে আয়োজনের মধ্যে দিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিজ সীমা দেওয়ান। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্রলীগের নেতৃত্বে উপজেলার মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেন। সভায় ছাত্রলীগের সমন্বয়ক অপু দে সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেল আড়াই টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নিউটন মহাজন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী সহ দলীয় ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রলীগের একাংশ শীতবস্ত্র বিতরণ করেছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সীমা দেওয়ান।
এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বোয়ালখালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি দীপংঙ্কর নারায়ণ ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগ নেতা অপু চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি মোহাম্মদ এরশাদ।

মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা।
বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক যুবনেতা তৌহিদুল আলমের নির্দেশনায় এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা রাসেল শীল, মো. সাইমন, সিকদার নয়ন, আব্দুল মতিন, মো. সাজ্জাদ, বিজয়, হৃদয়, নিতাই ও আবির প্রমুখ।

হাটহাজারী সরকারি কলেজে ছাত্রলীগ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা। বুধবার বিকেলে কলেজ চত্বরে সংগঠনটির সহ সভাপতি অরুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. মিজানুর রহমান। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক এ কে এম আরাফাত হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. মামুন, মো. এরশাদুল আলম, নঈম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম, ইকবাল হোসেন শাওন, নাঈমুল ইসলাম রকিব, আব্দল হামিদ, মো কামাল উদ্দিন, মঈনুল ইসলাম, আশারাফ চৌধুরী, শাহ নেওয়াজ, আরিফ আকরাম, রাইহান তালুকদার, এস এম জিয়াউল হক, নাসির উদ্দিন, তানজিদুল ইসলাম তানিম, কাজী শাকিল, রেজাউল করিম, শহিদুল ইসলাম, রাসেল দত্ত, এস এম জাহেদ, মাসুদুল আলম, মো ফরহাদ, শাহাবু উদ্দিন, পারভেজ মারুফ, হাফিজুর রহমান সাইমন, জিসান, মারুফ রাফি, মো শাহেদ, মঞ্জুরুল আনোয়ার ও শাখাওয়াত হোসেন রাফি প্রমুখ।