ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

12

লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগ

লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের অনুষ্ঠানে কেক কাটেন অতিথিবৃন্দ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৪নং লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ৬ জানুয়ারি লালখান বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোর্শেদ রাসেল, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি।
ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুর রহমান সজীবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন, মাহমুদুল হাসান, কর্মাস কলেজ ছাত্রলীগের গণ-উন্নয়ন বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ছাত্র-মিলায়াতন বিষয়ক সম্পাদক এমএস ওলি সোহাগ, ছাত্রলীগ নেত্রী কামরুন নাহার (তারা), ওয়ার্ড ছাত্রলীগ নেতা খোরশেদ আলম ইকবাল, আমানুর রহমান মেহেদী, মাইনুল সাকিব, দীপংকর দাশ, রাসেল মাহমুদ, রিপন দাশ, মঈন উদ্দিন আজমীর, নাজমুল হাসান রবি, সাজিদ নূর, আজিজুর রহমান আরমান, ফারাজ, জাহিদুল ইসলাম শুভ প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

চান্দগাঁও থানা ছাত্রলীগ

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভায় বক্তব্য দেন ইমরান হোসেন জনি

চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠার্বাষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ ও সাজ্জাদ হোসেনের যৌথ সঞ্চানলায় এবং সিনিয়র সহ সভাপতি জুয়েল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান হোসেন জনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার সম্পাদক সায়েম তালুকদার, আইন সম্পাদক মুনির চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইরফানুল হক বাপ্পী, নাঈম আশরাফ অভি, এস এম সানাউল্লাহ, আমির হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য রাজিব ভট্টাচার্জ, শামিম হাসান আরফাত, সাবেক ছাত্রনেতা ফয়সাল মাহমুদ, প্রানেশ দেওয়ানজী, মো. আসলাম, জয়নাল আবেদিন, সরকারি বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দীন ফাহিম, সাধারণ সম্পাদক মহি মিনুন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা প্রিতম, মিজান, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রবিন, ডাক্তার আকাশ দাশ, ছোটন দাশ, ইফতিকার, নিশান আদিল, সচিন দাশ, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইয়াছিন, রাকিব, তানভীর, ইমন দাশ শুক্কুর, অহিন দাশ, জাহেদ, অন্তু শীল, আসিফ, রিয়াজ প্রমুখ।

এমইএস কলেজ ছাত্রলীগ

এমইএস কলেজ ছাত্রলীগের অনুষ্ঠানে অতিথিবৃন্দ

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে বুধবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নিরবতা পালন করা হয়। এরপর কেক কাটেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এম রেজাউল করিম চৌধুরী, অধ্যাপিকা ববি বড়ুয়া, এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম মানিক, কামরুল ইসলাম রাসেল, এম হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন, সৈয়দ আনিসুর রহমান, ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, শফিকুল ইসলাম সাকিল, রাকিব হায়দার, ইমাম হোসেন ইমন, শাহাদাত হোসেন হীরা, আজিজুর রহমান, আবু সাঈদ মুন্না, আওরাজ ভূইয়া রনক, সালাউদ্দিন কাদের আরজু, শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ, সোহেল তালুকদার, তৌহিদুল ইসলাম সুমন, মো. জিয়া, ইফতেকার উদ্দিন সজিব, মো. আমির হোসেন, মাহিন, ইউসুফ আলী বিপ্লব, ওমর গনি, আবুল হাসনাত ইফাত, শ্রাবণ বড়ুয়া প্রমুখ।

আকবরশাহ্ ও পাহাড়তলী থানা ছাত্রলীগ

আকবরশাহ্ ও পাহাড়তলী থানা ছাত্রলীগের শোভাযাত্রা

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকবরশাহ্ ও পাহাড়তলী থানা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা নগরীর অলংকার মোড় থেকে শুরু হয়ে কর্ণেলহাট মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল সাইমুন, জাহিদ হাসান সাইমন, আজাহার মুন্না, মো. সিরাজুল ইসলাম আকাশ, আরাফাত হোসেন বিজয়, মো. ইমতিয়াজ উদ্দিন আকিল, রতন, নূর উদ্দিন রাকিব, রাজিশ, আজাদ বিন নূর, ফাহিম হোসেন, ইউসুফ তানভীর, রাজু, রাকিব, আরমান সাব্বির, মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর, মুন্না, জহির উদ্দিন বাবু, ফাহিম, শুভ কাকন, রাজু, সাব্বির, ইমন, সিফাত হাবিব রবি, পাপ্পু, ইউনুস মিয়া মাহিন, ইমন দাশ, আশিক, কালাম, রবিন, ইরফান, মাহিন, আজাদ, সাইফুল, ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি