ছাত্রলীগের নেতা-কর্মীদের আদর্শবান হতে হবে:ফজলে করিম এমপি

12

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের আদর্শবান হতে হবে। যেন সেই আদর্শ দেখে অন্যরাও ছাত্রলীগের প্রতি ঝুঁকে পড়ে। এতেই জাতির জনকের যে স্বপ্ন ছিল, তা বাস্তাবায়ন হবে। সবাইকে মনে রাখতে হবে ছাত্রলীগের ইতিহাস। দেশের যে কোন দুঃসময়ে আগে এগিয়ে আসে ছাত্রলীগ। তাই যারা ছাত্রলীগ করে তারা ভাগ্যবান। তিনি গতকাল রাউজান পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা, কম্বল বিতরণ, সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আসিফের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির তালুকদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দীন চৌধুরী, আজাদ হোসেন, শওকত হাসান, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দীন হিরু, নিজাম উদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম, রবীন্দ্রলাল চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, রাউজান পৌলসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাবেক ছাত্রনেতা সারজু মোহাম্মদ নাসের, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সম্পাদক আবু সালেক, ছাত্রনেতা ইমরান হোসেন জীবন, আরাফাত, দেবজিৎ, প্রিতম দাশ, ইমন চৌধুরী মিরাজ।