ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

6

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘বিজয়ের’ দুই পক্ষের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন, আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শাহিল কবির, অ্যাকাউন্টিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের মুজাহিদ চৌধুরী। এদের মধ্যে জাহিদুল ইসলাম ও মুজাহিদ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজয়ের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, গত কয়েকমাস ধরে মুজাহিদ চৌধুরীর অবৈধ কার্যকলাপ আমরা প্রত্যক্ষ করছি। গ্রুপে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত ছিলো সে। সর্বশেষ গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের ছেলেদের গতিরোধ করে সে। তাই আজকে ছাত্রলীগের ছেলেরা তাকে প্রতিহত করেছে।
বিজয়ের সদস্য মুজাহিদ চৌধুরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভ‚ঁইয়া বলেন, বুধবার রাতে ছাত্রদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।