ছাত্রনেতা আরিফের স্মরণসভা

5

 

সমাজসেবক, রাজনীতিক ফরিদ মাহমুদ বলেন, স্বাধীনতাবিরোধী ও প্রতিক্রিয়াশীল চক্র নানা অঙ্গনে সুকৌশলে ঢুকে পড়েছে। এটা সুস্থ রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনার জন্যে ক্ষতিকর। এরা সুসময়ের বন্ধু। দুঃসময়ে সুযোগ বুঝে পালিয়ে যাবে। ত্যাগী নেতাকর্মীরা আমাদের প্রাণ। বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসীরাই একমাত্র গণতন্ত্রের জন্যে প্রাণ দিতে পারে। আরিফরা সারাজীবন বেঁচে থাকবে ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীদের হৃদয়ে।
১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ আরিফ স্মৃতি সংসদের সভাপতি আমিনুল ইসলাম আজাদের সভাপতিত্বে সভার সঞ্চালক ছিলেন মজিবুর রহমান। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, আওয়ামীলীগ নেতা শফিউল ইসলাম শফিক, মহানগর যুবলীগ সদস্য নেছার আহম্মেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহেদ মুরাদ সাকু, আবুল মনসুর, আব্দুল হাকিম, মহিউদ্দিন কাদের, মাইনুল কামাল, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফাহিম শিকদার, ছাত্রনেতা রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি