চ্যানেল কৃষি সম্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ

11

পূর্বদেশ অনলাইন
প্রকৃতি ও কৃষিভিত্তিক জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল কৃষি’র উদ্যোগে ৩০ নভেম্বর (বুধবার) জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন এ প্রচারিত বহুল আলোচিত কৃষি উন্নয়ন নাটকে বিশেষ অভিনয়ের জন্য ‘চ্যানেল কৃষি সম্মাননা স্বারক২০২২’ পেয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলশ। অনুষ্ঠানের প্রথম পর্বে মোশারফ ভূঁইয়া পলাশ এর হাতে যৌথভাবে সম্মাননা স্বারক তুলে দেন ভেটেরিনারি ক্লিনিক চট্টগ্রাম এবং ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রায়হান ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনুর রশিদ, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রামের ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং চ্যানেল কৃষি’র চেয়ারম্যান উন্নয়ন সাংবাদিক আমিনুল এহসান রুবাইয়াত। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেটে খাওয়া কর্মজীবীদের নিয়ে আহাম্মদ কবিরের রচনায় মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় বীজন নাট্য গোষ্ঠীর পরিবেশনায় নাটক “ছোলেমান বাদশার প্রার্থনা ” মঞ্চস্থ করা হয়।