চোরাই মোবাইল বিক্রি করতে এসে যুবক গ্রেপ্তার

28

নগরীর বিভিন্ন স্পটে পথচলতি নাগরিকদের পকেট থেকে চুরি করা মোবাইল ফোনসেট বিক্রি করতে এসে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক যুবক। তার নাম, সাইফুল ইসলাম সজীব (২৮)। বুধবার দিবাগত মধ্য রাতে পুলিশ তার হেফাজত থেকে ১৮টি চোরাই মোবাইল ফোনসেট ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করেছে।
কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানান, পেশাদার পকেটমার, চোর ও ছিনতাইকারীদের কাছে মোবাইলগুলো সংগ্রহ করে পুরাতন রেলস্টেশন এলাকায় ভাসমান মোবাইলের দোকান বা হকারদের
কাছে বিক্রি করতে এসেছিলেন সজীব। গোপন সূত্রে এ তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৮টি চোরাই মোবাইল সেট ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। সজীবের (২৮) বাড়ি কুমিল্লায় হলেও বর্তমানে ঢাকার উত্তরখান থানার দোবাদিয়া এলাকায় থাকে।
উল্লেখ্য, নগরীর রেলস্টেশন এলাকায় ফুটপাতে প্রতিদিন হকারদের কেউ কেউ পুরাতন মোবাইল সেটের পসরা নিয়েও বসে। হকারদের কেউ কেউ চোরাই মোবাইল কিনেও বিক্রি করে থাকে পুলিশের কাছে তথ্য রয়েছে। বিভিন্ন সময় এসব ভাসমান হকারদের দোকানে অভিযান চালিয়ে পুলিশ চোরাই মোবাইলও জব্দ করেছে।