চোটে বিদায় জোকোভিচের শেষ আটে ফেদেরার-সেরেনা

22

এবারের ইউএস ওপেনে রজার ফেদেরার, রাফায়েল নাদালের মতো অন্যতম ফেভারিট ছিলেন নোভাক জোকোভিচ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা চোখ ছিল তার ওপর। তিন ফেভারিটের এই টুর্নামেন্টে তার বিদায়টা হলো অপ্রত্যাশিতভাবে। কাঁধে চোটের কারণে রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছেন শেষ ষোলোতে। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন তিনটি গ্র্যান্ডসøাম জয়ী ভাভরিঙ্কা।
কোয়ার্টার ফাইনালে ভাভরিঙ্কার প্রতিপক্ষ পঞ্চম বাছাই দানিল মেদভেদেভ।
জোকোভিচ না পারলেও প্রত্যাশা অনুযায়ী কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন আরেক ফেভারিট রজার ফেদেরার। শেষ ষোলোতে উড়িয়ে দিয়েছেন ১৫তম বাছাই ডেভিড গফিনকে। হারিয়েছেন ৬-২, ৬-২, ৬-০ গেমে।
শেষ আটে তার প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভ। মেয়েদের এককে ২৪টি গ্র্যান্ড সøামের রেকর্ডে ভাগ বসানোর মিশনে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন পেত্রা মারতিচকে। শেষ আটে তার প্রতিপক্ষ চীনের ওয়াং কিয়াং।