চোখে কালো কাপড় বেঁধে একাই প্রতিবাদ চবি শিক্ষকের

13

চবি প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভ‚গোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে তিনি একাই এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষক আতিকুর রহমান বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অন্যায়-অত্যাচার চলছে, তার প্রতিবাদে আমি এখানে দাঁড়িয়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো সম্প্রদায় এভাবে নির্যাতিত হতে পারে না। এদেশের স্বাধীনতা কোনো বিশেষ গোষ্ঠীর নয় বরং সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। এ স্বাধীন দেশে আমরা অসাম্প্রদায়িকতার চর্চা দেখতে চাই৷ এ সময় বিভিন্ন জায়গায় হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।
জানা গেছে, কুমিল্লার ঘটনার জের ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ, মন্দিরসহ সনাতন ধর্মাবলম্বীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। এসব হামলার ঘটনায় কয়েক ডজন মামলায় অজ্ঞাতপরিচয়সহ অন্তত ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।