চেলসিতে সবচেয়ে দামি আমেরিকান ফুটবলার

33

সবচেয়ে দামি আমেরিকান ফুটবলার হয়ে চেলসিতে নাম লেখালেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ৬৪ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে এই মিডফিল্ডার যোগ দিয়েছেন ইংলিশ ক্লাবটিতে।
পুলিসিচের দিকে নজর ছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের। তার মধ্যে চেলসির লিগ প্রতিপক্ষ লিভারপুলও ছিল। যদিও শীতকালীন দলবদলে আমেরিকান মিডফিল্ডারকে ঘরে তুলেছে ‘বøু’। ৬৪ মিলিয়ন ইউরো খরচ করে পুলিসিচকে বানিয়েছে আমেরিকার সবচেয়ে দামি খেলোয়াড়।
এই মিডফিল্ডারকে কেনার পরই আবার ধারে পাঠিয়ে দিয়েছে ডর্টমুন্ডে। চলতি মৌসুমটা জার্মান ক্লাবের জার্সি গায়েই খেলবেন পুলিসিচ। ডর্টমুন্ডের পরিচালক মাইকেল জোরখ জানিয়েছেন, পুলিসিচ চুক্তি নবায়ন করতে চাননি ক্লাবের সঙ্গে। তিনি বলেছেন, ‘সে চুক্তি বাড়াতে চায়নি, এখানেই শেষ করতে চেয়েছে। ও খেলতে চেয়েছে প্রিমিয়ার লিগে।’
সেই ইচ্ছা থেকেই প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নতুন ঠিকানা করেছেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। ইংলিশ ক্লাবটি তাদের ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে। জার্মান ক্লাবটির যুব দল থেকে উঠে আসা এই তরুণ ২০১৬ সাল থেকে খেলেছেন মূল দলে। ৮১ ম্যাচে করেছেন ১০ গোল। আর জাতীয় দল যুক্তরাষ্ট্রের জার্সিতে পুলিসিচ ২৩ ম্যাচে গোল করেছেন ৯টি। মার্কা