চুয়েট উপাচার্যের কাছে জাতীয় শুদ্ধাচার প্রতিবেদন হস্তান্তর

8

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের কাছে সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অধীনে ২০২২-২৩ অর্থবছরের ২য় ত্রৈমাসিক প্রতিবেদন (অক্টোবর-ডিসেম্বর) বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ কর্তৃক হস্তান্তর করা হয়েছে। ১২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের দপ্তরে প্রতিবেদন হস্তান্তর করা হয়।
এ সময় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিশ^বিদ্যালয় ই-গভর্নেন্স ও উদ্ভাবন কমিটির ফোকাল পয়েন্ট এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, সেবাপ্রদান প্রতিশ্রæতি সংক্রান্ত পরিবীক্ষণ কমিটির ফোকাল পয়েন্ট ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক এবং বিকল্প ফোকাল পয়েন্ট ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট ও উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান এবং বিশ^বিদ্যালয় এপিএ’র বিকল্প ফোকাল পয়েন্ট ও এনআইএস-এপিএ শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম মোখতারুল মোস্তফা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি