চুয়েটে পানি দিবসের অনুষ্ঠান সম্পন্ন

44

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পানিসম্পদ প্রকৌশল বিভাগের আয়োজনে এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের সহযোগিতায় বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। গত ১৯ মে বেলা দেড়টায় পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। সভাপতিত্ব করেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. আয়শা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রামিসা তানজুম রেইন। অনুষ্ঠানে পানিসম্পদ রক্ষার্থে চুয়েটের সম্পৃক্ততা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। বক্তৃতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে গত ১৭ মে থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মেকানিক্স অলিম্পিয়াড। এতে প্রথম স্থান অর্জন করেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. শাহ আলম সরকার, দ্বিতীয় স্থান অর্জন করেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আসিবুল ইসলাম পিয়াস, তৃতীয় স্থান অর্জন করেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফাবলিহা ফাইরুজ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আয়োজিত হয় “Challenges and Management of Water Resources: Role of Water Resources Engineers of Bangladesh” শীর্ষক সেমিনার। সেমিনারে বক্তব্য দেন বুয়েটের অধ্যপক ড. মো. আতাউর রহমান। সমাপনী দিনে আয়োজিত হয় “Poster Presentation Competition”। এতে প্রথম স্থান অর্জন করেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী তাজরীন তাবাসসুম এবং জুহায়ের মাহতাব, দ্বিতীয় স্থান অর্জন করেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মরিয়ম খাতুন জীম এবং পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মারিয়া রাব্বি, তৃতীয় স্থান অর্জন করেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রামিসা তানজুম রেইন এবং মুনতাসির মেহরাব। বিজ্ঞপ্তি