চীন সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র-ভারতের সামরিক মহড়া অক্টোবরে

2

যুক্তরাষ্ট্র আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ভারতের সঙ্গে বিতর্কিত চীন সীমান্তের কাছে একটি যৌথ সমরিক মহড়ায় অংশ নেবে। এ বিষয়ে ওয়াকিবহাল নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ভারতের উত্তরাখÐের আউলিতে ১০ হাজার ফুট উঁচুতে অনুষ্ঠিত হবে এ মহড়া।
প্রতিবেশী চীনের সঙ্গে যে অঞ্চলে সীমান্ত নিয়ে ভারতের দ্ব›দ্ব চলছে সেই লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে মহড়াস্থল মাত্র ৯৫ কিলোমিটার দূরে। মহড়ায় মূলত অনেক উঁচু এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার উপর বেশি মনোনিবেশ করা হবে বলেও জানান ওই সেনা কর্মকর্তা। এলএসি দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে ১৯৬২ সালের যুদ্ধের পর ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত মোটামুটিভাবে চিহ্নিত করা হয়েছে। ‘ইয়ুধ অভ্যাস’ বা ‘যুদ্ধ অনুশীলন’ শীর্ষক এ মহড়াটি ভারত-যুক্তরাষ্ট্রের ১৮তম বার্ষিক যৌথ সামরিক মহড়ার অংশ। ২০২০ সালের জুন মাসে হিমালয় অঞ্চলের সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। পরে চীন জানায় তাদেরও চার সেনা ওই সংঘর্ষে প্রাণ হারিয়েছে।