চীন যাওয়া হলো না ইসমাইলের আগুনে স্বপ্ন পুড়ে ছারখার

22

হাটহাজারী প্রতিনিধি

হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া গাজী মো. ইসমাইল। স¤প্রতি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। মা-বাবার দীর্ঘদিনের স্বপ্ন যত কষ্টই হোক বিদেশে লেখাপড়া করাবেন ছেলেকে। তাইতো মা-বাবার স্বপ্ন পূরণে মরিয়া ছিলেন ইসমাইল। এরই মধ্যে ইসমাইল তার স্বপ্ন পূরণে সবকটি ধাপ অতিক্রম করেছেন। উচতর শিক্ষা অর্জনের জন্য ২০২২-২০২৩ অ্যাকাডেমিক ইয়ারে চীনের চাইনিজ লোকাল গভর্নমেন্ট হেনান ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয় তাকে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমএসসি) স্কলারশিপ দেয়। গত ৪ সেপ্টেম্বর অনলাইনে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন হয়। আগামী মাসের যে কোনো দিন তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পাড়ি জমানোর কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাটহাজারী উপজেলার চৌধুরীহাটস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (এর) ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী এলাকার গাজী মো. ইব্রাহিমের ছেলে ইসমাইলের বহুদিনের লালিত স্বপ্ন আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর জীবনের সব অর্জিত স্বীকৃতি। গত ১০ সেপ্টেম্বর উচ্চতর শিক্ষা অর্জন থেকে ছিটকে পড়া হতাশাগ্রস্থ শিক্ষার্থী মো. ইসমাইল অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, গত বুধবার রাতের আগুন লাগার আগে সন্ধ্যায় আমরা নিকটবর্তী আত্মীয়ের বাড়িতে সপরিবারে বেড়াতে যাই। এ সময় বসতঘরে রক্ষিত আমার শিক্ষা জীবনের সকল শিক্ষা জীবনের সকল সনদপত্র, চীনে আবেদন পত্র, এক্সেপ্টেন্স লেটার, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, আমার মায়ের জীবন বীমার দলিল ও এক লাখ ২১ হাজার টাকাসহ সকল আনুষাঙ্গিক কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে জানতে চাইলে চসিক এর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর এবং উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিম বলেন, আগ্নিকান্ডের কারণে উচ্চতর শিক্ষা অর্জনে হতে ছিটকে পরার বিষয়টি বেশ কষ্টদায়ক। যা কখনো মেনে নেযার মতো নয়। আমি তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব উচ্চ শিক্ষায় চীনে যাওযার জন্য সকল ডকুমেন্ট যেন তৈরি করতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায়, যেন কোন হয়রানির স্বীকার হতে না হয়।