চীনে টানেলে বাস দুর্ঘটনায় নিহত ১৪

3

 

উত্তর চীনে একটি মহাসড়কের টানেলে বাস দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মার্চ) ওই দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শানসি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। সিসিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, টানেলের ভেতরের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী বাসটিতে ৫১ জন যাত্রী ছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একটি পৃথক প্রতিবেদনে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলেনি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাড়িয়েছে। গত বছরের ফেব্রæয়ারিতে মধ্য হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তার এক মাস আগেও পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হন। আহত হন ২০ জন।