চীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘পূর্ণ সফলতার’ দাবি শিয়ের

10

চীনের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ অর্জন উদযাপন করতে বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণকে শিয়ের প্রেসিডেন্ট মেয়াদের অন্যতম প্রধান লক্ষ হিসেবে নেওয়া হয়েছে।
গত আট বছরে প্রায় ১০ কোটি লোককে দারিদ্র্য মুক্ত করার জন্য শিয়ের নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ অর্জনকে চলতি বছরে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ১০০ বৎসর পূর্তির আগাম উপহার হিসেবে বর্ণনা করেছে। বুধবার কমিউনস্টি পার্টির মুখপত্র পিপলস ডেইলি দুই পৃষ্ঠারও বেশিজুড়ে ছাপানো একটি মন্তব্য প্রতিবেদনে শিয়ের অধীনে দারিদ্র্য জয় করাকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে তুলে ধরে প্রশংসা করেছে।
চীন মাথাপিছু বার্ষিক চার হাজার ইউয়ান (৬২০ ডলার) বা দৈনিক এক দশমিক ৫২ ডলারের চেয়ে কম আয়কে চরম গ্রামীণ দারিদ্র্য বলে সংজ্ঞায়িত করেছে। অপরদিকে ওয়াল্ড ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী এ ক্ষেত্রে দৈনিক মাথাপিছু আয় এক দশমিক ৯০ ডলার বলে নির্ধারণ করা হয়েছে। রোববার প্রকাশ করা ‘১ নম্বর নীতি দলিলে’ চীন দারিদ্র্য বিমোচন নীতি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে।