চীনে এক মাসে নতুন মৃত্যু নেই

38

চীনে গত এক মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন প্রাণহানির সংখ্যা শূন্যে কোঠায় নেমে এসেছে। সবশেষ গত ১৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর জানিয়েছিল সেদেশের জাতীয় স্বাস্থ্য কমিশন। শুক্রবার (১৫ মে) কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে চারজন আক্রান্ত হয়েছে, তবে প্রাণহানির সংখ্যা শূন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এরইমধ্যে ভাইরাসটি প্রাণ কেড়েছে তিন লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৪৪ লাখের বেশি। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে যে চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা সবাই উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের বাসিন্দা।