চীনে আকস্মিক বন্যা বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষ

12

 

চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। গত সপ্তাহের মৌসুমী বৃষ্টিতে প্রদেশটির প্রায় ৭০টি জেলায় বাড়িঘর ভেঙে পড়ে। শুরু হয় ভূমি ধস। কর্মকর্তারা বলছেন, ভারি বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। হেনান প্রদেশে মারাত্মক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যুর তিন মাসেরও কম সময়ের মধ্যে শানঝি প্রদেশে মারাত্মক বন্যা দেখা দিলো। চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, ভারি, দীর্ঘমেয়াদি বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
শানঝি প্রদেশে বেশ কয়েকটি প্রাচীন স্মৃতিস্তম্ভ রয়েছে। ভারি বৃষ্টিপাতে সেগুলোও ঝুঁকিতে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক লাখ ২০ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১৭ হাজার বাড়ি ধসে পড়েছে। ভূমি ধসের কবলে পড়ে চার পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস। তারা বলছে, এই বন্যা হেনানের চেয়েও মারাত্মক হয়ে উঠতে পারে।