চীনের বিমান বাহিনী ‘অনুপ্রবেশ করেছে, অভিযোগ তাইওয়ানের

10

তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দক্ষিণপশ্চিম পাশ দিয়ে চীনের আটটি বোমারু বিমান ও চারটি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবারের এই অনুপ্রবেশের ওপর ‘নজরদারি’ করতে তাইওয়ানের বিমান বাহিনী তাদের ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করেছিল বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছ, তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে চীন। সা¤প্রতিক মাসগুলোতে দেশটি প্রায় প্রতিদিন তাইওয়ান ও তাদের নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের মধ্যবর্তী দক্ষিণ চীন সাগরের জলসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। এসব ফ্লাইটে সাধারণত একটি বা দু’টি নজরদারি বিমান থাকে। কিন্তু এবারের ফ্লাইটে প্রায় ১২টি যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে তাইওয়ান। এগুলোর মধ্যে আটটি পারমাণবিক বোমা বহনে সক্ষম এইচ-৬কে বোমারু ও চারটি জে-১৬ যুদ্ধবিমান ছিল, যা অস্বাভাবিক। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনী চীনের বিমানগুলোকে সতর্ক করে এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করে সেগুলোর ওপর নজর রাখে।