চীনের ওপর নির্ভরতা নিয়ে সতর্ক করল ন্যাটো

17

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, মুক্ত বাণিজ্যের সুবিধায় তিনি বিশ্বাস করেন। কিন্তু একই সঙ্গে তিনি চীনের মতো স্বৈরাচারী শক্তির সঙ্গে জড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিণতি রয়েছে বলে সতর্ক করেছেন। বৃহস্পতিবার জার্মানির বার্লিনে এক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতার কথা তুলে ধরেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে রাশিয়ার গ্যাসের ওপর আমাদের নির্ভরশীলতা কত বিপজ্জনক। এর ফলে শুধু চীন নয়, অপর স্বৈরাচারী রাষ্ট্রের ওপর আমাদের নির্ভরশীলতা পর্যালোচনা করা উচিত।
এর আগে চলতি আরেকবার চীনের ওপর নির্ভরশীলতা সৃষ্টি না করার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব।