চীনা ভ্যাকসিনে ডব্লিউএইচ’র সমর্থন রয়েছে : বেইজিং

25

চূড়ান্ত ক্লিনিক্যাল পরীক্ষা শেষ হওয়ার আগেই করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন চীন মানুষের ওপর প্রয়োগ শুরু করলেও তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) সমর্থন রয়েছে বলে দাবি করেছে বেইজিং। শুক্রবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা ঝেং ঝংওয়েন জানান, বেইজিংয়ের এই জরুরি কর্মসূচি নিয়ে সংস্থাটির সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে। জুলাই মাসে এই কর্মসূচি শুরুর আগে জুনের শেষদিকে তা সংস্থাটিকে জানানো হয় বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তবে চীনা কর্মকর্তার এই দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি দেশটিতে নিযুক্ত ডবিøউএইচও প্রতিনিধিরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনা সংক্রমণের তীব্র ঝুঁকিতে রয়েছেন বলে বিবেচিত কর্মীদের ওপর গত জুলাই মাস থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে চীন। তবে সেগুলোর কার্যকারিতা এবং নিরাপত্তা পূর্ণাঙ্গভাবে প্রমাণিত হয়নি। শেষ হয়নি এগুলোর তৃতীয় পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা। কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণিত হওয়ার আগেই কর্মীদের ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সমালোচনার মুখে রয়েছে বেইজিং। শুক্রবারের সংবাদ সম্মেলনে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা ঝেং ঝংওয়েন বলেন, ‘জুনের শেষদিকে চীনের রাষ্ট্রীয় কাউন্সিল কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহার কর্মসূচির পরিকল্পনা অনুমোদন করে। ওই অনুমোদনের পর ২৯ জুন আমরা চীনের ডবিøউএইচও কার্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করি। আর আমরা ডব্লিউএইচও থেকে বোঝাপড়া ও সমর্থন পাই।’