চীনকে ভারত সম্পর্কের উন্নতি চাইলে সীমান্তের সেনা প্রত্যাহার করুন

3

বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীন-ভারতের সেনা প্রত্যাহারের মাধ্যমেই দু’দেশের সম্পর্ক উন্নয়ন ঘটানো সম্ভব মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে এ কথা বলেন তিনি। তাজিকিস্তানের দুশানবেতে বৈঠকে বসেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর টুইট বার্তায় জয়শঙ্কর জানান, ‘চীন-ভারতের বিতর্কিত সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে এর কোনও বিকল্প নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার জরুরি’।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলছেন, ‘চীন-ভারত সীমান্ত সমস্যা নিরসনে বেইজিং সব সময় ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। সমস্যা সমাধানে দুই দেশের এক হয়ে কাজ করা উচিত’। ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখ সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র বিরোধে জড়ায় ভারত ও চীন। প্রাণঘাতী সহিংসতার পর বিতর্কিত সীমান্ত এলাকা থেকে সৈন্য প্রত্যাহারে ধারাবাহিকভাবে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় দেশ।