চিন্তা চেতনায় সমৃদ্ধ মানুষ ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী

185

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে প্রকাশনা চট্টলবীর মোড়ক উন্মোচন ও স্মরণ সমাবেশে আলহাজ শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, মহিউদ্দিন চৌধুরী রাজনীতির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে লালন করতেন। হজ্ব কাফেলা প্রতিষ্ঠা করে তিনি হাজীদের সাথে হজ্ব করতে যেতেন। মক্কা-মদিনা হাজীদের সাথে একত্রিত হয়ে হাজী সাহেবদের সেবা দিয়ে যেতেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য মহিউদ্দিন চৌধুরীর অবদান অপরিসীম। চট্টগ্রামবাসীকে এখন মহিউদ্দিন চৌধুরীর আদর্শ ও চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। উদ্বোধকের বক্তব্যে প্রখ্যাত শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও সকল ধর্মের প্রতি সম্প্রীতি তৈরি করে একটি মানবিক চেতনায় সমৃদ্ধ মানুষ ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। মানুষের কল্যাণে তাকে আরো কিছুদিন বেঁচে থাকার প্রয়োজন ছিল। তিনি মানুষকে স্নেহ ও ভালোবাসা দিয়ে কাছে টানতে পারতেন সে আকর্ষণ তার মধ্যে ছিল। মহিউদ্দিন চৌধুরী জীবদ্দশায় বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুতি হননি। যে কারণে তার মৃত্যুর পরও সমগ্র চট্টগ্রামবাসী তাকে হৃদয়ে স্থান দিয়েছেন। চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভা পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল প্রাক্তন জেলা গর্ভনর লায়ন শাহ আলম বাবুল। স্মরণসভা পরিষদের প্রধান সমন্বয়কারী আলী আহমদ শাহিন ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, মাদার অব তেরেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু সুকুমার চৌধুরী, ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়–য়া, জ্যোতিষ স¤্রাট ড. মাদব আচার্য্য, পংকজ বৈদ্য সুজন, মমতাজ খান, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, লায়ন একে জাহেদ চৌধুরী, শিল্পী দীপেন চৌধুরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ ছানাউল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, হাসান মুরাদ, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ ও মো. খোরশেদ আলী মাইজভান্ডারী। সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, মোজাম্মেল হোসেন, সাথী কামাল, ইউনুছ মিয়া, ওসমান জাহাঙ্গীর, কাজী আইয়ুব, মুক্তিযোদ্ধা শামশুদ্দিন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, সাংবাদিক হারুন রশিদ, ইসমাইল চৌধুরী সেলিম, ডা. দুলাল কান্তি চৌধুরী, ইসমাইল কোম্পানী, ফয়েজ আহমদ হামিদ, পারভীন চৌধুরী, বৃষ্টি, নুপুর আক্তার, কামাল উদ্দিন সাক্কু, সৈয়দা সেলিনা আক্তার, সৈয়দা শারমিন আক্তার, বখতেয়ার ফারুক, রাজিব শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি