‘চিঠি দিলেম বেলা শেষে’ ও ‘কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

42

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে তালুকদার রচিত কাব্যগ্রন্থ ‘চিঠি দিলেম বেলা শেষে’ ও উপন্যাস ‘কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি’ বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও নান্দনিক আড্ডা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে গত শনিবার অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন শিশির, বরমা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. শিব প্রসাদ শূর, নাজিরহাট কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কে এম মহিউদ্দীন, ব্রাইট সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিউল কাদের, বৈলতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল আলম বাচা, সাবেক প্রধান শিক্ষক আবদুল মাবুদ, লেখকের সহধর্মিণী সেলিনা আকতার।
আবৃত্তি শিল্পী রোমানা আফাজ লিবার্টির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, বিজয়ানন্দ বড়–য়া, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, নাট্যকার ও শিক্ষক হুমায়ুন কবির হুমু, মাওলানা মুহাম্মদ হারুন, কবিপুত্র তাফসীর মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, এ এইচ এম সৈয়দ হোসেন, জাফর আহমদ, মো. নুরুল আবছার, টিকলু দাশগুপ্ত, সাংবাদিক এড. মো. দেলোয়ার হোসেন, ছড়াকার সৈয়দ শিবলী ছাদেক কফিল, তানভীর মাহমুদ চৌধুরী, তাজকীর মাহমুদ চৌধুরী, ইফতিখার ট্রিশন, ফয়সাল আল আকিব প্রমুখের আড্ডায় শিল্পকলায় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।