চিটাগাং পীস্ রোটারী ক্লাবের নতুন কমিটি

67

চিটাগাং পীস্ রোটারী ক্লাবের এক সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুর -এ-আলম ছিদ্দিকীর সভাপত্বিতে গত ২২ জুন নগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। সর্ব সম্মতিক্রমে ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান নুর -এ-আলম ছিদ্দিকী ২০১৯-২০২০ রোটা বর্ষের কমিটি ঘোষণা করেন। প্রেসিডেন্ট নুর-এ-আলম ছিদ্দিকী, প্রেসিডেন্ট ইলেক্ট এম এস জাহাঙ্গীর, ভাইস প্রেসিডিন্ট আরিফ শাহরিয়ার, সেক্রেটারী আয়কর আইনজীবী আলী মুহাম্মদ নিজাম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী চৌধুরী আল জোবায়ের, মো: হারুনুর রশিদ, ট্রেজার আহমেদ ইসমাইল,জয়েন্ট ট্রেজার মিজানুর রহমান, ডাইরেক্টর (ক্লাব সার্ভিস) মো: হেলাল উদ্দিন চৌধুরী, ডাইরেক্টর(ভোকেশনাল সার্ভিস) ডা: বিপব বিজয় বিশ্বাস, ডাইরেক্টর (কমিউনিটি সার্ভিস) এস. এম ফজলুল কাদের চৌধুরী, ডাইরেক্টর (কমিউনিটি সার্ভিস) ডা: মো: রিপন, ডাইরেক্টর(ইয়ুথ সার্ভিস) এডভোকেট জাহাঙ্গীর আলম মিয়া, বুলেটিন এডিটর চৌধুরী মো: তায়ফ, জয়েন্ট বুলেটিন এডিটর আলী আরশাদ, সার্জেন্ট মো: আফতাব,এডিশনাল সার্জেন্ট এস.এম এহসানুল হক,স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান একেএম বদরুদ্দোজা, মুরাদ আহমদ, আবদুল মোমেন, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, ড. জাপান বড়ুয়া। ক্লাবটি চলতি বছরের ২০ মে চাটার্ড লাভ করে। বিজ্ঞপ্তি

সুলতানুল কবিরের মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ জুন দুপুর ১২টায় মরহুমের গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের নেতৃবৃন্দ। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের নেতৃত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিমসহ সভাপতি মোর্শেদুল হক চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি মো: সেলিম হোসেন চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, অমর কান্তি দত্ত, মোঃ আবু তাহের, এনামুল হক, মনজুর আলম, জাকির, খালেদ, সোহাগ, মিমিসকাতুল, মানিক, মোঃ পারভেজ, মোঃ শামীম মোঃ জুনায়েদ, আবু সাদাত, এস, এম,সায়েম, নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বিজ্ঞপ্তি

বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের
প্রকাশনা উৎসব

বন্দরনগরী চট্টগ্রাম সিইপিজেড এলাকায় ফরা রং খ্রে-দ ক্যং নামক বৌদ্ধ বিহারে গত ২৮ জুন “পালি সাহিত্যের আলোকে ত্রিরত্ন বন্দনা ও গৃহীদের প্রাত্যহিক জীবনাচরণ” নামক বৌদ্ধধর্মীয় গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মীয় বইটির লেখক শ্রীমৎ ওয়াইন্নাসিরি থেরো ও শ্রীমৎ অশ্বজিৎ ভিক্ষু। বইটির প্রকাশক পটিয়ার বেলখাইন গ্রামের কৃতী সন্তান, রাজস্ব কর্মকর্তা প্রীতিময় কান্তি বড়ুয়া লাভলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের। প্রধান অলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের পালি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. জ্ঞানরত্ন মহাথের। প্রধান আলোচক বলেন,‘শিক্ষা সংস্কৃতি রক্ষায় ভিক্ষু ও দায়কদের এগিয়ে আসতে হবে। গৃহীদের প্রাত্যহিক জীবনে ধর্মীয়গ্রন্থ পাঠ ও পঠন গুরুত্ব অনুভব করে প্রতিদিন ধর্মীয় বইটি পাঠ করার জন্য আহবান জানান।’ আলোচনায় অংশগ্রহণ করেন এড্ভোকেট অনুপ কুমার বড়ুয়া, বোধিপাল বড়ুয়া, অংসুই প্রু মারমা, দিলীপ বড়ুয়া, জীবন বিকাশ বড়ুয়া, পলাশ কুমার বড়ুয়া, সূর্যসেন বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, মিন্টুবড়ুয়া ও সানিমারমা প্রমুখ। সঞ্চালনা করেন জনি মারমা। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের মহোদয় সমাজের সকলের সাথে সুসম্প্রীতি ও ধর্মময় জীবন যাপনের জন্য আহবান করেন। সভাশেষে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় পুণ্যদান করে সভা সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি