চিটাগাং গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

54

চিটাগাং গ্রামার স্কুল (ন্যাশনাল কারিকুলাম) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল দামপাড়াস্থ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবু তাহের এবং অনুষ্ঠানের সভাপতি ছিলেন মিসেস নারগীস সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমি। অতিথিদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সদস্য জনাব কামরুল হাসান, বাংলাদেশ ইয়থ লিডারশিপ সেন্টার-এর এক্সিকিউটিব এবং মার্কেটিং বিভাগরে আলী আশরাফ, ডেপুটি ম্যানেজার আদনিন মৌরিণ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের জুনিয়র শাখার প্রধান শিক্ষিকা সামিনা হুদা চুমকি।
উদ্বোধনী বক্তব্য দেন প্রধান শিক্ষক তহসিন খান। কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা ও বেলুন উড়িয়ে তিনি অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা ইশরাত জাহান ও জামিলা আকতার এবং সিনিয়র এডমিন বেগম আরজুন নাহার, ইভেন্ট ম্যানেজার সাবরিনা আজম। দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল শিক্ষার্থীদের মনমুগ্ধকর ডিসপ্লে, বস্তা দৌড়, ১০০ ও ২০০ মি. দৌড়, মার্বেল দৌড় প্রভৃতি। বিজ্ঞপ্তি