চিটাগং ক্লাবে সাঁতার প্রশিক্ষণ

18

চিটাগাং ক্লাবে গ্রীষ্মকালীন সাতার প্রশিক্ষণ শুরু হয়েছে। অদ্য ৬ মাচ (শনিবারর্) বেলা সাড়ে তিনটায় ক্লাব সুইমিংপুলে বেলুন উড়িয়ে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধ করেন চিটাগাং ক্লাব লিঃ‘র ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুইমিংপুল বিভাগের মেম্বার ইনচার্জ আজিজুল হাকীম। অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবীব রনি, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম, এএএম ইমতিয়াজ চৌধুরী রকি, মঞ্জুরুল আলম পারভেজসহ সাব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বলেন, দুর্ঘটনায় জীবন ঝুঁকি থেকে রক্ষা ছাড়াও শরীর গঠনে সহায়ক হিসেবে আমাদের ছেলেমেয়েদের জন্য সাতার শিক্ষা অপরিহার্য। দেশে দৈনিক ৪০ জনেরও অধিক শিশু সাঁতার না জানার কারণে দুর্ঘটনায় মারা যায় বলে যোগ করে তিনি বলেন, এই কারণে চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান বিষয়টির উপর অত্যন্ত গুরত্ব দিচ্ছেন এবং ক্লাব জেনারেল কমিটির সদস্যরাও এবিষযে অত্যন্ত সচেতন। তিনি ক্লাব সদস্যদের ছেলে-মেয়েদের এই প্রশিক্ষণে অংশ গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি