চিটাগং আইটি ফেয়ারের সমাপনী অনুষ্ঠান

43

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, আধুনিক বিশ্বের প্রযুক্তির উন্নয়নের মহাস্রোতের সাথে নিজেদের সম্পৃক্ত করতে হলে একাডেমিসিয়ান এবং ইন্ডাস্ট্রিয়ানদের মধ্যে সমন্বয় অপরিহার্য। সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস এবং দ্য চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর যৌথ আয়োজনে ৩ দিন ব্যাপী (২৬-২৮ জানুয়ারি) অনুষ্ঠিত ‘Chittagong IT Fair’’ এবং ২৮ জানুয়ারি ২০১৯ বিকাল ৪ টায় চট্টগ্রাম শহরস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে Industry Academia Collaboration’ শীর্ষক সেমিনারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন Chittagong IT Fair পরিচালক জনাব অরূপ দত্ত। উপাচার্য তাঁর ভাষণে সমসাময়িক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আইটি মেলা ও সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান।
গ্রামীন ফোন লিমিেিটডের আইসিটি পার্টনারশীপ ম্যানেজার জনাব আজফার আলী আদীবের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারতীয় কনসালটেন্সি কোম্পানী পিডব্লিউসি’র প্রধান কনসালটেন্ট ড. দেবরূপ ভট্টাচার্য, চবি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. ফসিউল আলম, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, ড. রাশেদ মোস্তফা, আইআইইউসি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শামসুল আলম, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের জনাব দীপক কুমার চৌধুরী, পিএইচপি ফ্যামেলির ডেপুটি ম্যানেজার (আইটি) জনাব মোহাম্মদ ফয়সাল ফারুক এবং এসসিআইটিপি’র সভাপতি জনাব মো. আবদুল্লাহ ফরিদ ও সচিব জনাব সাইফুল ইসলাম মাহিন। সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস এবং দ্য চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘Chittagong IT Fair’ এবং চট্টগ্রাম শহরস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘Industry Academia Collaboration’ শীর্ষক সেমিনারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি