চা বোর্ডে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ

20

 

বাংলাদেশ চা বোর্ডে গতকাল ১২ এপ্রিল অনলাইন জুম প্লাটফরমে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বলেন, চা বোর্ড অনলাইন চা লাইসেন্স সিস্টেম, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল এবং ‘দুটি পাতা একটি কুড়ি’ ও ‘চা সেবা’ মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজে গ্রাহকদের সেবা প্রদান করছে।
প্রশিক্ষণে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন উদ্ভাবনী ধারণা ‘সবুজ চা পাতা বিক্রয় ব্যবস্থাপনা’ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমান চায়ের রোগবালাই সনাক্তকরণে উদ্ভাবনী ধারণা ‘কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যবহার’ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বাংলাদেশ চা বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন সঞ্চালনা করেন। প্রশিক্ষণে বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী, সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এবং প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি