চালকদের সচেতন করতে ট্রাফিক সচেতনতা সভা

10

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক পশ্চিম উত্তর বিভাগের উদ্যোগে চান্দগাঁও ট্রাফিক জোনের আয়োজিত চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় বহদ্দারহাট পুলিশ বক্স-এ সচেতনতা সভার আয়োজন করা হয়। চান্দগাঁও ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কাজী হুমায়ুন রশীদ। এছাড়াও সভায় ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (মোহরা) মো. মোশাররফ হোসেন, চান্দগাঁওয়ের পেট্রোল পরিদর্শক আশিকসহ ১০০ জন চালক উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কাজী হুমায়ুন রশীদ চালকদের উদ্দেশে বলেন, চালকদের নিজেদের নিজ অবস্থানে থেকে ট্রাফিক শৃংখলা বজায় রাখতে হবে। জীবনের জন্য জীবিকা। তাই গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স, ওভারলোড, উল্টোপথে গাড়ি চালানো, মদ্যপ/অসুস্থ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালনা করা যাবে না। তিনি আরও বলেন, যানজটমুক্ত চট্টগ্রাম নগরী করতে চাইলে অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজ ব্যতিত গাড়ি থামানো বা যাত্রী উঠানামা করা যাবে না। প্রতিটি গাড়ি চালকের গাড়ি চালনার ক্ষমতা আছে। কিন্তু সকল চালকের ড্রাইভিং লাইসেন্স নাই। সকল গাড়ি চালককে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালনোর জন্য অনুরোধ করছি।